গল্প জীবনের খণ্ডিত অংশ বটে, তবে যেহেতু একজনের জীবন সম্মিলিত জীবনের অংশ মাত্র, তাই ক্ষুদ্র কণাও সমস্তের ব্যথা ও আনন্দ বহন করে ঠিকই। এক ফোঁটা জলেও নোনা সমুদ্র পুরোটা উপস্থিত থাকে। অসমাপ্ত সাঁকো মিল অমিলের ধার না ধারা যোগের আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকা বিয়োগের অঙ্ক। সাঁকো আছে কিন্তু অপর প্রান্তে যাওয়া নেই। উড়ে চলে যাওয়া পাখি যেভাবে গাছের শাখাপ্রশাখা খানিকটা নিয়ে যায় সাথে করে, যেভাবে বিভাজন বহন করে আদি কোষের স্মৃতি, আমরা তেমনভাবেই চিরন্তন। আমাদের ক্ষণিকের জীবন চিরদিনের দুঃখ বহন করে আনন্দিত থাকে। অসমাপ্ত সাঁকো অনিত্যের মধ্যে চিরন্তনের গল্প নিয়ে এক অপূর্ণাঙ্গ আয়োজন।

Reviews
There are no reviews yet.