“বিপদ ও রোগ মুক্তির আমল” বাজারে বিপদ-আপদ থেকে মুক্তির আমল ও তদবির-তাবিযাত বিষয়ক বইয়ের অভাব নেই। যে যেভাবে পেরেছে জনমত আমল ও তদবিরের বই লিখেছে বা ছেপেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এসব বইতে সহীহ হাদীসের আলোকে সুন্নাতি আমল ও তদবির তেমন পাওয়া যায় না।
তদুপরি অধিকাংশ বইতে এমন সব বানোয়াট দু’আ, তদবির, আমল ও এগুলোর ফযীলত সংক্রান্ত এমন সব চটকদার মিথ্যা কাহিনী সংবলিত হয়েছে যা পড়ে ও আমল করে অগণিত সরলপ্রাণ মুমিন বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন। এসব দু’আ তদবির আমলের মধ্যে অনেক আপত্তিকর আদবের খেলাফ বা শিরকমূলক শব্দও রয়েছে। সর্বোপরি রাসূলুলাহ সালালাহু আলাইহি ওয়াসাল- ামের শেখানো বা পালিত দু’আ-আমল বাদ দিয়ে এগুলোর নিয়মিত আমল নিঃসন্দেহে সুন্নাতে প্রতি অবহেলা ও বিদআত।
সহীহ হাদীসের আলোকে দু’আ তদবিরের বইয়ের দুষ্প্রাপ্যতার কারণেই এসব বানোয়াট দু’আ তদবির-চিকিৎসার বইগুলো ব্যাপকভাবে প্রচলিত হওয়ার সুযোগ পেয়েছে। তাই সহীহ হাদীসভিত্তিক দু’আ-তদবির-আমল বিষয়ক বই ব্যাপকভাবে সংকলিত ও প্রচারিত হওয়া দরকার। আর এজন্যেই আমাদে বিপদ ও রোগ মুক্তির আমল’ নামে সংকলিত হয়েছে। কুরআন সুন্নাহর আলোকে মাসনুন দু’আ তদবির আমলসমূহ অত্যন্ড সংক্ষিপ্ত পরিসরে পেশ করা হয়েছে এই বইতে। আমাদের ঐকান্ট্রিক প্রচেষ্টা সত্ত্বেও সময়ের স্বল্পতা ও সামর্থের সীমাবদ্ধতার কারণে এই বইটিতে কিছু ভুল-ভ্রান্তি থেকে যাওয়া বিচিত্র নয়।
সকল ভুল-ভ্রান্তির জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত পাঠকগণকে অনুরোধ করছি যেকোনো ভুল-ভ্রান্তি চোখে পড়লে আমাদেরকে জানাবেন। ইনশা-আল-াহ পরবর্তী সংস্করণে সংশোধন করে নেওয়া হবে।
মহান রাব্বুল আলামীন আলাহ পাকের দরবারে প্রার্থনা করছি তিনি দয়া করে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করে নিন এবং একে সংশিষ্ট সকলের ও তাদের পিতামাতা, স্ত্রী, সড়ান ও আত্মীয়স্বজনের নাজাতের ওসীলা বানিয়ে দিন। আমীন। عبد الصلي আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী (গদ্দীনশীন পীর সাহেব, ফুরফুরা)
Reviews
There are no reviews yet.