“ওযীফা ও নামাজ শিক্ষা” বাজারে ‘ওযীফা’র বইয়ের অভাব নেই। যে যেভাবে পেরেছে মনমত ওযীফার বই লিখেছে বা ছেপেছে। এ ছাড়াও আছে বিভিন্ন তরীকার নায়ে ওযীফার বই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এসব বইতে সহীহ হাদীসের আলোকে সুন্নাতি ওযীফা তেমন পাওয়া যায় না।
তদুপরি অধিকাংশ বইতে এমনসব বানোয়াট- দু’আ, দরুদ, ওযীফা এবং এগুলোর ফযীলত সংক্রান্ত এমনসব চটকদার মিথ্যা কাহিনী সংকলিত হয়েছে যা পড়ে ও আমল করে অগণিত সরল প্রাণ মুমিন বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন। এসব ওযীফার মধ্যে অনেক আপত্তিকর, আদবের খেলাফ বা শিরকমূলক শব্দও রয়েছে। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের শেখানো বা পালিত ওযীফা বাদ দিয়ে এগুলোর নিয়মিত আমল নি:সন্দেহে সুন্নাতের প্রতি অবহেলা ও বিদ’আত।
এসকল যিকর, দরূদ ও দু’আর মধ্যে অনেক মাসনুন শব্দ বা বাক্য সংকলিত রয়েছে। বাকীটা পরবর্তী যুগের মানুষদের বানানো। এগুলির সংকলিত রূপের যে সকল ফযীলত বলা হয়েছে সবই বানোয়াট। সহীহ হাদীসের আলোকে ওযীফার বইয়ের দুষ্প্রাপ্যতার কারণেই এসব বানোয়াট ওযীফার বইগুলো ব্যাপকভাবে প্রচলিত হওয়ার সুযোগ পেয়েছে। তাই সহীহ হাদীস ভিত্তিক ওযীফার বই ব্যাপকভাবে সংকলিত ও প্রচারিত হওয়া দরকার। আর এজন্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যা ‘ওযীফা ও নায়াজ শিক্ষা’ নায়ে সংকলিত হয়েছে।
বাজারে প্রচলিত নামাজ শিক্ষার বইগুলোতে যেহেতু অনেক ভুলভ্রান্তি পরিলক্ষিত হয়, তাই সহীহ হাদীসের আলোকে নামাজের নিয়মকানুন অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পেশ করা হয়েছে এই বইতে। এই বইতে উদ্ধৃত হাদীসগুলোর রেফারেন্স গ্রন্থ, পৃষ্ঠা নম্বর ও সিরিয়াল নম্বরের জন্য ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের রচিত বিভিন্ন গ্রন্থ, শায়েখ সাঈদ ইবনে আলী আল কাহতানির ‘হিসনুল মুসলিম’, ইমাম নববী (রহ:)-এর ‘রিয়াদুস সালেহীন’ ইত্যাদি হতে বেশি সাহায্য নেয়া হয়েছে।
আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও সময়ের স্বল্পতা ও সামর্থের সীমাবদ্ধতার কারণে এই বইটিতে কিছু ভুল-ভ্রান্তি থেকে যাওয়া বিচিত্র নয়। সকল ভুল-ভ্রান্তির জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত পাঠকগণকে অনুরোধ করছি, যেকোন প্রকার ভুল-ভ্রান্তি চোখে পড়লে আমাদেরকে জানাবেন। ইনশা-আল্লাহ পরবর্তী সংস্করণে সংশোধন করে নেয়া হবে।
Reviews
There are no reviews yet.