ফুরফুরার পরিচিত, সাড়ে সাতশ বছরের ইতিহাস এবং ফুরফুরার পীর, মাশায়েখ ও ওলীদের জীবনী ও বানী নিয়ে রচিত অনন্য সাধারণ একটি গ্রন্থ – “ফুরফুরার ইতিহাস”
মানবজাতিকে মহান আল্লাহর ভালবাসার সঠিক পথ শিখিয়েছেন ও পূর্ণতম বাস্তব আদর্শ স্থাপন করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁর পরে এই পথের শ্রেষ্ঠতম পথিক ছিলেন তাঁরই সহচর সাহাবাগন; তাঁদের পরে তাঁদেরই উত্তরসূরী তাবেয়ী, তাবে তাবেয়ী, এভাবে ধারাবাহিকভাবে যুগে যুগে হাক্কানী ওলামা ও পীর—মাশায়েখগন। ইসলামের প্রথম খলিফা হযরত আবুবকর সিদ্দিক (রা:)—এর বংশধর ফুরফুরার পীর সাহেবগণ এই নূরানী কাফেলার অন্যতম অগ্রসেনানী।
আরবের বুকে নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডাকে সাড়া দিতে সমাজের গণ্যমান্য কেউ যখন আল্লাহ্্র সত্য ধর্ম গ্রহণে এগিয়ে আসেনি, তখন উচ্চ বংশীয় এবং সর্বত্র সম্মানিত সায়্যিদিনা হযরত আবুবকর সিদ্দিক (রা:) সর্বপ্রথম প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে বিজয়ের সূচনা করলেন। সেই থেকে ইসলামের জন্য তাঁর খেদমত ইতিহাসে বিখ্যাত হয়ে আছে।
তিনি ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী, নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্বশুর ও হিযরতের সাথী, ইসলামের প্রথম খলিফা। যাকাত অস্বীকারকারী এবং ভণ্ড নবীর বিরুদ্ধে তিনি অস্ত্র হাতে জিহাদ করেছিলেন। তিনি দ্বীনের দাওয়াত, তাবলীগ ও জিহাদের কাজে দূর দূরান্তে বিভিন্ন দেশে বাহিনী পাঠিয়েছেন। সিদ্দিকে আকবার (রা:)—এর এই কাজের ধারা অনুসরন করে তাঁর বংশধরেরা ইসলামের স্বার্থে হিজরত করে আরব ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন।
হিজরতের এই ধারাবাহিকতায় হযরত আবুবকর সিদ্দিক (রা:)—এর বংশধরগণ এক পর্যায়ে মধ্য এশিয়ার খোরাসান, ইরাকের বাগদাদ, ভারতের মুশীর্দাবাদ, মেদেনীপুরসহ বিভিন্ন এলাকা হয়ে পশ্চিমবঙ্গের হুগলী জেলার ফুরফুরায় এবং অবশেষে বাংলাদেশে এসেছেন এবং সকল বাতেল পথ ও মতের বিরুদ্ধে যুগে যুগে জিহাদ করেছেন।
হযরত মাওলানা আবুল আনসার মুহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিকী (রহ.)-এর জীবনী ও ওসিয়তনামাসহ
by আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী (সম্পাদক) , আব্দুল্লাহ্ মামুন আরিফ আল মান্নান (সম্পাদক)
Reviews
There are no reviews yet.