এসো ইমান শিখি
সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রসূল রসূলুল্লহ সভায়াৎ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, اعيش وينك يكبال القتل القليلঅর্থ। তোমার সাকীদাহ শুদ্ধ কর, অন্ধ আমাস তোমার জন্য যথেষ্ট হয়ে নাবে। (আব্দ। ঘৃণতাসকে সমস্যা নাইন ৮০০০)কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আকীদাহ’র ব্যাপারে অপ্রয়তা তথা অজ্ঞতা, অসচ্ছতা, অস্পষ্টতার কারণে আকীদাহ’র চেয়ে আমালের ব্যাপারে বেশি তৎপর আর অপর শ্রেণীরতো না আছে আকীদা’র খবর অপরদিকে বে-আমাল, বদ-আমালে তৎপর। অথচ আল্লাহ তা’আলা বলেন-من الناس من يقول العلما بالمود باليوم الأمير ما لا يلومنينঅর্থ। অনেক মানুষ এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস রেখেছি। অথচ তারা মু’মিন নয়া (সূরা আল-বাকারাহ ৮) আব্দুল্লাহ ইবনে আমর প্রনিয়াল্লাগ আনহু রসূলুল্লহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বলেন,يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنঅর্থ: মানুষের নিকট এমন এক সময় আসবে, যখন তারা মসজিদগুলোতে জড়ো হবে, অথচ তাদের কেউই মু’মিন নয়। (মুসতাদরাক আলাস সহীহাহন ৮৬৮৪)সুতরাং আল্লাহ না করুন্য মাআযাল্লহা এমন যেন না হয় যে আমরা নিজেদের ঈমানদার মনে করা সত্ত্বেও আল্লাহ তাআ’লার নিকট আমাদের ঈমানের অশুদ্ধতা আমাদের ঈমানের অগ্রহণযোগ্যতার কারণ। হয়ে দাঁড়ায়। আল্লাহ তা’আলা আমাদের হিফাজত করুন, আমীন।
Reviews
There are no reviews yet.