যে কোন পেশায় সফলভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশিক্ষণ অন্যতম সহায়ক। শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশায় যাঁরা নিয়োজিত আছেন তাঁদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়। সুতরাং স্বভাবতই এ পেশায় সফলভাবে দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রযুক্তিগত উন্নয়নের ফলে জ্ঞানের জগতে নতুন নতুন তত্ত্ব ও তথ্য সংযোজিত হচ্ছে। শিক্ষকতা পেশায় দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সর্বশেষ তত্ত্ব ও তথ্য সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এ গুরুত্ব উপলব্ধি করে তা বাস্ত বায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৭ শিক্ষাবর্ষে বিএড সিলেবাসে আমুল পরিবর্তন আনে এবং প্রশ্নের ধরনেও পরিবর্তন আনে। হঠাৎ করে সিলেবাসের ব্যাপক পরিবর্তন ও প্রশ্নের ধরনের পরিবর্তন এবং বাজারে সংশ্লিষ্ট বইয়ের অভাবে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা বেশ সমস্যায় পড়ে। প্রতিনিয়ত বহু প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক বইয়ের জন্য যোগাযোগ করতে থাকে। প্রশিক্ষণার্থীদের কথা ভেবে অর্থাৎ প্রশিক্ষণার্থীরা যাতে অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারে সে কথা চিন্তা করে নতুন সিলেবাস ও প্রশ্ন অনুসারে আমরা স্মৃতি বিএড সহায়িকা রচনার প্রয়াস পাই।









Reviews
There are no reviews yet.