সাংবাদিকতায় আমার সুখস্মৃতি-
আমার প্রথম বই ‘সাংবাদিকতা আমার ক্যামেরায় প্রকাশের এক বছরের মাথায় দ্বিতীয় বই! এটি সাংবাদিকতা বিষয়ক কোনো বই নয়। কিন্তু ফটোসাংবাদিকতা করতে গিয়ে আমার কতো যে ঘাত-প্রতিঘাত আর বিচিত্র অভিজ্ঞতা যুক্ত হয়েছে, এক জীবনে যা, তা নিয়েই এই রচনা । সেসব অভিজ্ঞতার ঝুড়ি খুঁজে, শুধু ভালো লাগার মতো ঘটনাগুলো থেকে নির্বাচিত কিছু আনন্দঘন মুহুর্তের স্মৃতি এ বইয়ে স্থান পেয়েছে। জীবনের এই অধ্যায়গুলো নিয়েও যে বই হতে পারে, তা আগে কখনো ভাবিনি। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী, ভক্ত-অনুরাগীদের সাথে বিভিন্ন সময়ে সেসব ঘটনা ভাগাভাগি করেছি। সবার মধ্যেই একটি বিষয় লক্ষ্য করি, সেসব স্মৃতিচারণ শুনতে তারা ভীষণ আনন্দ বোধ করেন। বোধ করেন, বিষয়গুলো মানুষের জানা দরকার। ফেইসবুকের ভাষায় বললে, যতটা সম্ভব ‘পাবলিক’ হওয়া দরকার। আর এভাবেই বই করার কথা মাথায় আসে ।
বইটিতে সাংবাদিকতা বা ফটোসাংবাদিকতা শেখার কৌশল নেই। কিন্তু এই পেশায় নিয়োজিত হলে, কতো রকম অভিজ্ঞতার ভেতর দিয়ে যে যেতে হয়, কতো পরিস্থিতির মুখোমুখি হতে হয় তা বোধকরি যে কোনো মানুষেরই জানার বিষয় হতে পারে। আর পাঠক মানুষটি সাংবাদিক হলে তো কথাই নেই । ঘটনার পেছনের ঘটনা, টুকরো টুকরো সুখকর বাস্তবতার কোনো কোনোটা তার, সাংবাদিকতায় আমার সুখস্মৃতি, সাংবাদিকতায় আমার সুখস্মৃতি
Reviews
There are no reviews yet.