ইসলামে গাইরত একটি গুরুত্বপূর্ণ গুণ, যা মানুষের আত্মিক ও চারিত্রিক বিশুদ্ধতা নিশ্চিত করে। ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন, “দীনের মূল হলো গাইরত। যার গাইরত নেই, তার দীনও নেই।” অর্থাৎ গাইরতহীন ব্যক্তি ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুত হয়ে পড়ে। গাইরত অন্তরকে সুরক্ষিত রাখে, ফলে দেহের অঙ্গপ্রত্যঙ্গও নিরাপদ থাকে। এটি মানুষকে অশ্লীলতা ও নোংরামি থেকে দূরে রাখে এবং চারিত্রিক শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে। গাইরতহীনতা অন্তরের মৃত্যু ঘটায়, যার ফলে দেহের অঙ্গগুলোও দুর্বল হয়ে পড়ে। ফলে নৈতিক অবক্ষয় শুরু হয় এবং পাপাচারে লিপ্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।গাইরতকে দেহের রোগপ্রতিরোধকারী শক্তির সাথে তুলনা করা হয়েছে। যেমন, দেহে প্রতিরোধ ক্ষমতা না থাকলে রোগ সহজেই আক্রমণ করতে পারে, তেমনি গাইরত। না থাকলে পাপ ও অন্যায় সহজে হৃদয়ে স্থান করে নেয়। গাইরতের অভাব মানুষকে আত্মিক ও চারিত্রিকভাবে দুর্বল করে ফেলে, যার ফলাফল হয় ধ্বংস।তাই আত্মার পরিশুদ্ধি ও সঠিক পথে চলার জন্য গাইরত বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের জীবনকে পরিশুদ্ধ করে এবং সমাজে শুদ্ধতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে।
—ইমাম ইবনুল কাইয়িম রহ.।
Reviews
There are no reviews yet.